হলিউডে ফের কোরোনার থাবা পড়ল। জেমস বোন্ড খ্যাত ইউক্রেন অভিনেত্রী ওল্গা কুরিলেঙ্কো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হলিউড তারকাদের মধ্যে ওল্গা হলেন দ্বিতীয় ব্যক্তি যার করোনাতে আক্রান্তের খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এর আগে অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রীয়ের করোনাতে আক্রান্তের খবর পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। গতকাল রাতেই পরীক্ষা করে তাঁর শরীরে কোরোনা সংক্রমণের কথা জানতে পারেন ওল্গা। তাঁর ডাক্তারি রিপোর্টে উল্লেখ রয়েছে তিনি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত। তারপরেই নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে অভিনেত্রী জানান, ‘প্রায় এক সপ্তাহ গৃহবন্দি থাকতে হবে। করোনার আক্রমণে এখন ঘরে থাকতে হবে আমাকে। জ্বর ও সর্দি-কাশি রয়েছে, আপনাদের প্রার্থনা কামনা করছি।’