জাভেদ আখতারের বিরুদ্ধে মামলা দায়ের

আপ দলের বহিষ্কৃত কাউন্সিলর তাহির হুসেনকে উত্তরপূর্ব দিল্লিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্যে দায়ী করা হয়। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই হিংসার জেরে প্রাণ হারিয়েছেন ৪২ জন, জখম হয়েছেন ২০০-র বেশি মানুষ। তারপরেই এই ঘটনার প্রতিবাদ করে জাভেদ আখতার টুইট করেন। তিনি লেখেন, ‘ এত মানুষ মারা গেলেন, এত ঘর-বাড়ি দোকান পুড়ে ছাই হয়ে গেল, কত মানুষ মাথার উপর ছাদ হারিয়ে রাস্তায় এসে বসলেন, কিন্তু দিল্লি পুলিশ একটিমাত্র বাড়ি সিল করল। এবং একজনেরই খোঁজ চালানো হচ্ছে। ঘটনাচক্রে তাঁর নাম আবার তাহির। দিল্লি পুলিশকে কুর্নিশ!’ এই বক্তব্যের জন্যে সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হতে হয় জাভেদ আখতারকে। পরে অবশ্য আরও একটি ট্যুইটে তিনি বলেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি প্রশ্ন করেননি কেন তাহিরকেই চিহ্নিত করা হল, বরং তিনি জানতে চেয়েছেন কেন শুধুমাত্র তাহিরের বিরুদ্ধেই এফআইআর দায়ের হল। অন্য কারও বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ করা হল না। বিহারের এক আইনজীবী জাভেদ আখতারের এই বক্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগে দাবি করা হয়েছে এমন মন্তব্যে তিনি দেশদ্রোহিতার পরিচয় দিয়েছেন এবং সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা করেছেন। প্রধান জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট ঠাকুর আমান কুমারের এজলাসে দায়ের হয়েছে এই মামলা। আগামী ২৫ মার্চ শুনানির দিন ধার্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *