গত রবিবার রাতের অন্ধকারে জেএনইউ-তে ঢুকে তাণ্ডব চালায় একদল মুখোশধারী। ছাত্রনেত্রী ও অধ্যাপিকা ছাড়াও অনেকেই রক্তাক্ত হন। অভিযোগের তির ওঠে ABVP-র উপর। দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ঝড় ওঠে। নাগরিক সমাজ ও সেলিব্রিটিরা – সবাই এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। বলিউড ও টলিউডের নানা ব্যক্তিত্ব হয় সোশ্যাল মিডিয়ায় বা মিছিলে অংশ নিয়ে প্রতিবাদে শামিল হন। এরই মধ্যে মঙ্গলবার রাতে আচমকাই আক্রান্ত ছাত্রদের পাশে দাঁড়াতে জেএনইউ-তে গিয়ে হাজির হন দীপিকা পাড়ুকোন। জেএনইউ-তে হিংসার ঘটনার এ বার মুখ খুললেন বলিউডের অভিনেত্রী সানি লিওনী। ওই ঘটনার নিন্দা করে তিনি বলেছেন, হিংসা না-ছড়িয়ে সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত। জেএনইউ-তে তাণ্ডবের ঘটনা প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সানি বৃহস্পতিবার বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে বড় বিষয়টি হল হিংসা। আমি হিংসায় বিশ্বাস করি না। আমার বিশ্বাস, হিংসার পরিবর্তে নিশ্চয়ই সমস্যার উত্তর থাকবে।’ ৩৮ বছরের অভিনেত্রীর কথায়, ‘এটা শুধু যে আক্রান্ত হয়েছে তাঁর কথাই নয়, যে পরিবারটির গায়ে আঘাত লেগেছে, তারও বিষয়। এই বিশ্বে যে তরুণ প্রজন্ম নিজেদের সুরক্ষিত বলে মনে করছেন না, এটা তাঁদেরও বিষয়। সবার কাছে ভিক্ষা চাইছি, দয়া করে এই হিংসা বন্ধ করুন। একে-অপরকে আঘাত না-করে, আসুন একটা সমাধানের রাস্তা খুঁজে বের করি।’