ট্রাম্পকে ‘সংহতির’ সুরে স্বাগত জানালেন এ আর রহমান

সপরিবারে ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদি সরকারের তরফে তাঁকে স্বাগত জানাতে এলাহি আয়োজন করা হয়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ট্রাম্পকে পরিচয় করানোর জন্য বিমানবন্দর থেকেই শুরু হয়েছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা ৷ মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন খোদ এ আর রহমান। তিনি ট্রাম্পকে অভিনবভাবে স্বাগত জানালেন। ২০১৯ সালে একটি লাইভ কনসার্টের জন্যই রহমান তৈরি করেছিলেন একটি গান। এবার ট্রাম্পকে স্বাগত জানাতে সেই গানকেই নয়া মোড়কে হাজির করলেন বিশিষ্ট সংগীতকার এ আর রহমান। এই গানে উঠে এল ‘অহিংসা’র কথা। সোশ্যাল মিডিয়ায় গানের লিংক শেয়ার করে রহমান লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গান্ধীর দেশে স্বাগত জানানোর জন্য আমারদের তরফ থেকে রইল নতুন গানের ট্র্যাক।” গানেই অভিনবত্বের ছোঁয়া রেখেছেন রহমান। বিবিধ ভাষার দেশে নানা ভাষাভাষীর মানুষকে সম্মান জানাতে গানে সংহতির ছোঁয়া রয়েছে। এ আর রহমানের সঙ্গে ‘বোনো’, ‘দ্য এজ’, ‘অ্যাডাম ক্লেটন’ ও ‘ল্যারি মুলান জুনিয়ার’-এর মতো অনেকেই এই বহুভাষী গানে রহমানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সঙ্গত দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *