তিন রকম প্ল্যানে খুনের সুপারি নিচ্ছেন রুদ্রনীল ঘোষ!

ফের নতুন মিশনে নামছে ঝন্টু মোটরস। এর আগে গাড়ি চুরির মিশন ছিল এই ঝন্টু মোটরসের। এবার সুপারি কিলারের মিশন। আর এই মিশনের পিছনে এবারেও সেই রুদ্রনীল ঘোষ। নেপথ্যে অবশ্যই পরিচালক অভিরূপ ঘোষ। না, কোনও রিয়েল লাইফ ঘটনা নয়। সবটাই ঘটতে চলেছে রিল লাইফে। আগামী ১৩ মার্চ থেকে হইচই-তে স্ট্রিমিং হবে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এর দ্বিতীয় সিজন। এই সিরিজের প্রথম সিরিজে দেখা গিয়েছিল ঝন্টু মোটরসের আড়ালে রুদ্রনীল ঘোষ গাড়ি চোরা কারবারি চালায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ সিজন ২’ –এর ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে খুনের সুপারি নিচ্ছে ঝন্টু মোটরসের রুদ্রনীল। আর এই সুপারির আবার তিন রকম প্ল্যানও আছে। ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্যের জাল। মুখ্য ভূমিকায় রয়েছেন অবশ্যই রুদ্রনীল ঘোষ। অন্যান্য চরিত্রে রয়েছেন রাজদীপ গুপ্ত, অভিষেক সিং, খরাজ মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু দিওয়ানজি প্রমুখ। তবে এই সিরিজের এবারের মূল আকর্ষণ হতে চলেছে শাঁওলী চট্টোপাধ্যায়। তাঁকে দর্শক অ্যাকশন-সমৃদ্ধ একটি চরিত্রে দেখবেন। ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এর প্রথম সিজন দর্শক বেশ পছন্দ করেছিল। এবারেও রহস্যের ঘেরাটোপে দর্শক ধরা দেবে বলেই আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *