হায়দরাবাদ পশু চিকিৎসককে প্রথমে ধর্ষণ ও তারপর জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় ফুঁসছিল গোটা দেশ। শুক্রবার ভোরে সেই ছাইচাপা আগুনের উত্তাপ যেন কিছুটা কমল। ধর্ষণের ১০ দিন পর, আজ, অভিযুক্ত চার জনের এনকাউন্টার করল তেলেঙ্গানা পুলিশ। ঘটনার খবর সামনে আসা মাত্রই পুলিশের প্রশংসায় ফেটে পড়ছে গোটা দেশ। পাশাপাশি বলিউড সেলেবরাও তেলেঙ্গানা পুলিশকে ধন্যবাদ জানাতে শুরু করেন। ঘটনা প্রসঙ্গে জয়া বচ্চন বলেন, “দেরি হয়েছে কিন্তু, খুব ভালো হয়েছে । অনেকটাই দেরি হয়েছে ।” তেলেঙ্গানা পুলিশের প্রশংসা করে টুইট করেন ঋষি কাপুর, অনুপম খের, দিনো মোরিয়া, রণবীর শোরের মতো তারকারা। কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল লেখেন, “ধর্ষণের পর যেখানে ওই নিরীহ পশু চিকিৎসককে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেখানেই ধর্ষকদের গুলি করা হয়েছে । এটা দারুণ বিষয় । এই ধরনের উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ কর্মীদের স্যালুট জানাই ।”
#WATCH Samajwadi Party MP Jaya Bachchan on accused in the rape and murder of the woman veterinarian in Telangana killed in an encounter: Der aaye, durust aaye…der aaye, bohot der aaye.. pic.twitter.com/sWj43eNCud
— ANI (@ANI) December 6, 2019
Bravo Telangana Police. My congratulations!
— Rishi Kapoor (@chintskap) December 6, 2019
Rapist was shot dead at the very place he raped the innocent girl and burnt her body, WOW!! we salute our police forces and of course the government for this revolutionary step #BetiBachao #AchcheDin🙏 https://t.co/LmNw0dexrp
— Rangoli Chandel (@Rangoli_A) December 6, 2019
Congratulations and #JaiHo to #TelenganaPolice for shooting down the four rapists of #PriyankaReddy in an “ENCOUNTER”. चलो! अब जितने भी लोगों ने ऐसा घिनोना अपराध करने वालों के ख़िलाफ़ आवाज़ उठाई थी और उनके लिए ख़तरनाक से ख़तरनाक सज़ा चाही थी, मेरे साथ ज़ोर से बोलो – #जयहो।👏👍
— Anupam Kher (@AnupamPKher) December 6, 2019
Justice has been served, and served well.
— Dino Morea (@DinoMorea9) December 6, 2019
Perversion of the justice system cannot be the answer to dealing with perverts in society. Fixing the justice system is. 🙏🏽
— रanviर_ डhoरeय_ (Ranvir Shorey) (@RanvirShorey) December 6, 2019