সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৯৭ বছরের বিশিষ্ট অভিনেতা দিলীপ কুমার-এর একটি ছবি ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যাচ্ছে স্ত্রী সায়রাবানু ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি সোফায় রয়েছেন বয়স্ক এক ব্যক্তি। যাঁর হাতে রয়েছে একটি স্মারক। ওই ব্যক্তিকে বোঝার উপায় নেই যে তিনি দিলীপ কুমার। তবুও তাঁকে দিলীপ কুমার হিসেবে ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। এই ভাইরাল হওয়া ছবি সম্পর্কে একটি টুইট করলেন স্বয়ং দিলীপ কুমার। টুইটে তিনি লেখেন, ‘ওই ব্যক্তি আদতে আসলাম খান। দিলীপ কুমার সাবের ভাই। ওই ছবিতে দিলীপ কুমার উপস্থিত নেই’। আদতে ছবিটি তোলা হয়েছে দিলীপ কুমার-এর ভাই আসলাম খান-কে লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড থেকে সম্মানিত করার মুহুর্তকে ফ্রেম বন্দি করতে। যেখানে উপস্থিত রয়েছেন স্ত্রী সায়রাবানু, বোন সায়েদা খান, বাই আসলাম খান ও পরিবারের অন্যান্যরা। সম্প্রতি লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড থেকে একটি সাম্মানিক স্মারক দেওয়া হয়েছে আসলাম খানকে।
The person holding the plaque is Aslam Khan, brother of Dilip Kumar Saab. @TheDilipKumar is NOT in the pic. -FF https://t.co/CyFak2n9Nw
— Dilip Kumar (@TheDilipKumar) December 17, 2019