দূরত্ব না মানলে রাজ্যবাসীকে বেলেঘাটা আইডিতে পাঠানোর হুঁশিয়ারি দিলেন মিমি

কোরোনা সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার তরফে। এমনকী, সেই কথা তাঁদের মেনে চলতে অনুরোধ করেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে চিকিৎসক ও তারকারা। দু’জন মানুষের অন্তত এক মিটার দূরত্ব রাখার বার্তাও দেওয়া হয়েছে। রাজ্যবাসীকে সতর্ক করতে একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতা ও বিক্রেতাকে বুঝিয়েছেন তিনি। দু’জনের মধ্যে কতটা দূরত্ব বজায় রাখা উচিত তা চক দিয়ে এঁকে বুঝিয়ে দেন তিনি। এতকিছু সত্ত্বেও এখনও পর্যন্ত বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই। নির্দেশের তোয়াক্কা না করে এক দূরত্ব বজায় না রেখেই অবলীলায় বিভিন্ন বাজারে চলছে বেচা-কেনা। এবার সেই সব রাজ্যবাসীকে হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। বাজারে দূরত্ব বজায় না রাখলে সোজা বেলেঘাটা আইডিতে পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে নিজের সিনেমার একটি দৃশ্যে ডায়লগ বসিয়ে নয়া কায়দায় রাজ্যবাসীকে সতর্কবার্তা দেন। ভিডিয়োর শুরুতে মুখ্যমন্ত্রীকে বাজারের মধ্যে চক দিয়ে দাগ কাটতে দেখা গিয়েছে। আর তারপরই ওই দূরত্ব না মানলে রাজ্যবাসীকে বেলেঘাটা আইডিতে পাঠানোর হুঁশিয়ারি দেন মিমি।

View this post on Instagram

Must when you go out.. #socialdistancing

A post shared by Mimi (@mimichakraborty) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *