ভূতনগরী বা প্রেতলোক নয়! এবার যাত্রা সোজা জম্বিস্তানে। হলিউডের হাত ধরে সিনেমাপ্রেমীরা জম্বিদের দর্শন আগেই পেয়েছেন পর্দায়। তবে এই প্রথমবার পরিচালক অভিরূপ ঘোষের হাত ধরে বাংলা ছবিতে জম্বিদের আগমন ঘটতে চলেছে। এর আগে অভিরূপের পরিচালনায় দর্শক দেখেছেন ‘কেঃ দ্যা সিক্রেট আই’ এবং ওয়েব সিরিজ ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’। দু’টি ক্ষেত্রেই দর্শকের জন্য পরিচালক রেখেছিলেন একেবারে নতুন ধারার গল্প। এবারেও তার অন্যথা হবে না বলেই ধরে নেওয়া যায়। তাঁর এবারের ছবি ‘জম্বিস্তান’। ভৌতিক সিনেমা অনেক হলেও এ ধরণের ছবি এর আগে বাংলা ইন্ডাস্ট্রীতে কেউ করেননি। আজ নিজের ছবির ফার্স্ট লুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিরূপ। খুব শীঘ্রই ছবির টিজারও আসতে চলেছে বলে জানান তিনি। তবে ছবি মুক্তির বিষয় এখনও কিছু জানা যায়নি। এই ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, তানুশ্রী চক্রবর্তী প্রমুখ। ‘জম্বিস্তান’-এর নতুন এই দুনিয়ায় পা রাখার জন্য উৎসুক হয়ে আছে বাংলা সিনেমার দর্শকমহল।