করোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা দেশকে। লকডাউনের জেরে ইতিমধ্যেই হাঁপিয়ে উঠেছে দেশবাসী। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশবাসীর মনোবল ফেরাতে গান ধরলেন বি-টাউনের তারকারা। সুরে সুরে বললেন “ভারত আবার হাসবে, এই কঠিন পরিস্থিতি থেকে ভারত ঠিক আবার উঠে দাঁড়াবে, জিতে ফিরবে…।” দেশের এই কঠিন সময়ে আপাতত নতুন অ্যান্থেম এই গান ‘মুস্কুরায়েগা ইন্ডিয়া’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে শুরু হয় ৩ মিনিট ২৫ সেকেন্ডের ওই মিউজিক ভিডিও। তারপরই অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি ভাগনানি, টাইগার শ্রফ, কৃতি স্যানন, ভূমি পেদনেকর, রাজকুমার রাও, তাপসী পান্নু, কিয়ারা আডবানী, রাকুল প্রীত সিং, অনন্যা পান্ডে, রেডিও জকি মালিস্কা লিপ মিলিয়েছেন গানে। শিখর ধাওয়ানকেও গানটিতে দেখা গিয়েছে। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’-এর সঙ্গে যৌথভাবে ‘মুসকুরায়েগা ইন্ডিয়া’ তৈরিতে রয়েছে অভিনেতা জ্যাকি ভাগনানির মিউজিক লেবেল ‘জি জাস্ট’। গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন বিশাল মিশ্র। এবং লিখেছেন কৌশল কিশোর। ভারতের আজ ভয়াবহ পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছে গানটি। এরই মধ্যে ভাইরাল হয়ে উঠেছে ট্র্যাকটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গানের ভিডিও টুইট করে ধন্যবাদ জানালেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে। খুব শিগগিরিই যে ভারত আবার হাসবে, দেশবাসীর মনোবল বাড়াতে তিনিও আশ্বাস দিলেন।
फिर मुस्कुराएगा इंडिया…
फिर जीत जाएगा इंडिया…
India will fight. India will win!
Good initiative by our film fraternity. https://t.co/utUGm9ObhI
— Narendra Modi (@narendramodi) April 7, 2020