অভিনব কোহলির বিরুদ্ধে এবার মুখ খুললেন শ্বেতা তিওয়ারি। তিনি বলেন, অভিনবের সঙ্গে তাঁর সম্পর্ক বিষাক্ত সংক্রমণ ছিল। যে কদিন অভিনবের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, সেই সংক্রমণ তাঁর শরীরে ছিল। এখন তিনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। ফলে শরীরে এখন আর বিষাক্ত সংক্রমণ নেই বলে জানান কসৌটি জিন্দগি কি-খ্যাত অভিনেত্রী। তিনি আরও বলেন, বিষাক্ত সংক্রমণকে সারিয়ে তোলার পর আপাতত তিনি ভাল আছেন। তাঁর শরীর সুস্থ রয়েছে। তিনি এখন খুশি বলেও জানান শ্বেতা। তাঁর জীবন, তাঁর সন্তান নিয়ে তিনি বেশ ভালই আছেন বলে স্পষ্ট জানান শ্বেতা তিওয়ারি। অভিনবের সঙ্গে সম্পর্ক নেই বলে জীবনের উপর থেকে তাঁর ভরসা উঠে যাবে, এমন নয়। মেয়ে পলকের উপর অত্যাচার করেছেন অভিনব। এমনকী, তাঁর অনুপস্থিতিতে পলককে অশালীন কথা বলতেন অভিনব। হাত তুলেছেন শ্বেতার গায়েও। দ্বিতীয় স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। অভিনব কোহলির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ করে পুলিসের দ্বারস্থ হন শ্বেতা। টেলি অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অভিনবকে গ্রেফতারও করে পুলিস। যদিও গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে যান অভিনব কোহলি।