অবশেষে মুক্তি পেল রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘ধর্মযুদ্ধ’-এর প্রথম গান। এই নিয়ে প্রথম থেকেই দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। টিজার থেকে ট্রেলার সবেতেই অনুরাগীদের মন জয় করেছে ধর্মযুদ্ধ। এরপর শ্রেয়া ঘোষালের কন্ঠে এই ছবির প্রথম গানের টিজার সামনে আনেন পরিচালক রাজ। কথা ছিল ১১ জানুয়ারি সম্পূর্ণ গানটি রিলিজ করা হবে। তবে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য তা করা যায়নি বলে জানান রাজ। আজ সম্পূর্ণ গানের ভিডিও প্রকাশ্যে আসে। শ্রেয়া ঘোষালের মিষ্টি গলায় ইন্দ্রদীপ দাশগুপ্তের কথায় ‘তুমি যদি চাও’ গানে স্পষ্ট ভালোবাসার ছোঁয়া পাওয়া গেল।ছবিতে মুন্নি-র চরিত্রে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। ‘পরিণীতা’-র মতো এ ছবিতেও ডি-গ্ল্যাম লুকে অভিনেত্রী। ছবিতে শুভশ্রী ও সপ্তর্ষি মৌলিককে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। এই স্বামী-স্ত্রীর জুটির নিখাদ ভালোবাসার চিত্রই ফুটে উঠলো গানটিতে। প্রসঙ্গত, এর আগে রাজের ‘পরিণীতা’ ছবিতে শ্রেয়ার কন্ঠে ‘প্রাণ দিতে চাই, মন দিতে চাই’ গানটি সকলের মনের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিল। এই গানটিও যে তেমনই হবে তা বলাই বাহুল্য। ‘ধর্মযুদ্ধ’-এর বিষয় বর্তমান রাজ্য ও দেশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট। আদ্যোপান্ত পলিটিক্যাল ড্রামা। রাজ ছবি সম্পর্কে আগে বলেছিলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এত হানাহানি, হিংসা, বিদ্বেষ- সবটাই যে হয়ে চলেছে তার নেপথ্য কারণ কী? মানুষ জেনে ইচ্ছাকৃত সবটা করছে নাকি সবটাই ঘটে যাচ্ছে!এই দোলাচলটাই তুলে ধরতে চাই ছবিতে।” ছবির পাঁচটি চরিত্রের নাম জবর, রাঘব, শবনম, আম্মি ও মুন্নি। সোহম রয়েছেন জবরের ভূমিকায়। রাঘবের চরিত্রে দেখা যাবে ঋত্বিককে এবং পার্নোর চরিত্রের নাম শবনম। আম্মার- ভূমিকায় স্বাতীলেখা সেনগুপ্ত। একটি প্রান্তিক এলাকায় নিত্যদিন জাতি-ধর্ম নিয়ে লড়াই চলছে, সেখানেই ছবির চরিত্রদের নিজের মতো করে ব্যখ্যা করবেন পরিচালক। ‘ধর্মযুদ্ধ’-এর চিত্রনাট্য, সংলাপ সবটাই পদ্মনাভ দাশগুপ্তের লেখা। ২০২০-র ২০ মার্চ মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।