হায়দ্রাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ এবং নির্মমভাবে পুড়িয়ে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। ঘটনার প্রভাব গিয়ে পড়েছে সংসদের ভিতরেও। অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সংসদে সব মন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, ‘ এমন কঠোর আইন আনা প্রয়োজন, যেন ধর্ষণ করার আগে ধর্ষণকারীরা ১০০ বার ভেবে দেখে। এমনকি মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্যে তাকাতে ভয় পায়।’ এর আগে সংসদে সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন একই বার্তা দিয়েছিলেন। জয়ার দাবি ছিল, এ ধরনের ঘটনায় প্রকাশ্যে গণপিটুনি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। নির্ভয়া, কাঠুয়া এবং এই ঘটনার পর এবার সরকারের উচিত শাস্তির বিধান নির্দিষ্ট করার। তাঁর দাবি, প্রকাশ্যেই অভিযুক্তদের শাস্তি দেওয়া উচিত। জয়া বচ্চনের এ ধরনের মন্তব্যে বিতর্ক ছড়ালেও তাঁর মন্তব্য পূর্ণ সমর্থন জানিয়েছেন মিমি। তিনি টুইট করে জানান, ‘তার (জয়া বচ্চন) মন্তব্যকে সমর্থন জানাচ্ছি। আমার মনে হয় না, নিরাপত্তা দিয়ে ধর্ষকদের আদালতে নিয়ে যাওয়ার দরকার আছে বা বিচারের জন্য অপেক্ষা করতে হবে। ধর্ষকদের সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করতে হবে।’
On international Disability day
Enactment of proper laws for the special childs @AITCofficial @AITC_Parliament pic.twitter.com/k7teRXHGyT— Mimssi (@mimichakraborty) December 3, 2019