‘পানিপথ’-এর ট্রেলার উস্কে দিল বাজিরাও-পদ্মাবতের স্মৃতি

অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এল পরিচালক আশুতোষ গোয়াড়িকরের ‘পানিপথ’-এর ট্রেলার। দর্শক মনে এই ট্রেলার ফের একবার বাজিরাও মস্তানি বা পদ্মাবতের স্মৃতি উস্কে দিল। অবশ্য সেটা হওয়াই স্বাভাবিক। কারণ এই ছবিতেও ফুটিয়ে তোলা হয়েছে মারাঠী সংস্কৃতিকে। তাই সাজপোশাক, কথাবার্তা সবকিছুর মধ্যে মিল থাকাটাই প্রত্যাশিত। এই ছবিতে পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি তুলে ধরা হয়েছে। আফগান বাদশাহ আহমেদ শাহ আবদালির জন্যই মারাঠা সেনাবাহিনীর বিরাট পরাজয় হয়েছিল। সেই আবদালির ভূমিকাতেই অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ট্রেলারে মুন্না ভাইয়ের উপস্থিতি যেন সব কিছুকে ছাপিয়ে নজর কেড়ে নিয়েছে সবার। এই সিনেমায় মারাঠা যোদ্ধা সদাশিব রাও ভাও-এর চরিত্রে দেখা যাচ্ছে অর্জুন কাপুরকে। কৃতী শ্যাননকে দেখা যাচ্ছে সদাশিব রাওয়ের স্ত্রী পার্বতী বাঈ-এর চরিত্রে।ছবিতে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী পদ্মিনী কোলাপুরেকেও। বহুদিন পর জিনাত আমনকে দেখা গেল বড় পরদায়। তিনি রয়েছেন গেস্ট হিসেবে। এছাড়াও রয়েছেন কুনাল কাপুর, সুহাসিনী মুলে প্রমুখ। আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা। সঞ্জয় দত্ত ও কৃতী শ্যাননকে নিয়ে তাঁর প্রথম পিরিয়ডিক ফিল্ম ‘পানিপথ’ নিয়ে সত্যিই উচ্ছ্বসিত অর্জুন কাপুর। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পরেই দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। ট্রেলার দেখার পর সেই উৎসাহের আগুনে যে ঘি পড়েছে তা বলাই বাহুল্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *