সাধারণতন্ত্র দিবসের আগের সন্ধেয় পদ্মশ্রী সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র৷রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠান হয়। প্রত্যেক বছর মার্চ কিংবা এপ্রিলে পদ্ম সম্মান প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন রাষ্ট্রপতি। মোট ১৪৩ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ৷ তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন 5 জন।পশ্চিমবঙ্গ থেকে এবছর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন প্রখ্যাত সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।বাকি চারজনের মধ্যে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য কাজি মাসুম আখতার, চিকিৎসক সুশোভন ব্যানার্জি এবং চিকিৎসক অরুণোদয় মণ্ডল ও শিল্পী মণিলাল নাগ।রাষ্ট্রপতির অনুমোদনে এবছরে ১৪৩ জন পদ্ম সম্মান প্রাপকের নাম প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ ১৪৩ জনের মধ্যে ২টি পদ্ম সম্মান চারজনের মধ্যে ভাগ হবে ৷এবছর মোট ৭ জন পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন ৷ পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ১৬ জন ৷ আর ১১৮টি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ১২০ জন ৷ পদ্ম সম্মান প্রাপকদের মধ্যে ৩৪ জন মহিলা ৷ বিদেশি ক্যাটেগরিতে ১৮ জন পদ্ম সম্মান পেয়েছেন ৷ আর মরণোত্তর পদ্ম সম্মান দেওয়া হচ্ছে ১২ জনকে ৷পদ্মবিভৃষণ প্রাপকের তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, সুষমা স্বরা, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ।