নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদ করায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পুলিশি অত্যাচারের শিকার হতে হয়। সেই ঘটনার তীব্র নন্দা করেছেন বলিউডের একাধিক তারকা। এবার জামিয়া পড়ুয়াদের সমর্থন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রতি শিশুর জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়া আমাদের স্বপ্ন। এই শিক্ষাই তো ওদের স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করার সাহস দিয়েছে। ওদের আমরা তো এভাবেই বড় করেছি, যাতে ওরা নির্দ্বিধায় নিজেদের মতামত জানাতে পারে। একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ ভাবে নিজেদের মতামত জানানোর ফল যদি হিংসা ও সংঘর্ষ হয়, তাহলে সেটা একেবারেই অন্যায়। প্রতিটি কন্ঠ ভারতকে বদলের দিকে এগিয়ে নিয়ে যাবে। #HaveVoiceWillRaise #HaveVoiceMustRaise’।
— PRIYANKA (@priyankachopra) December 18, 2019