বলি পর্দায় আসতে চলেছে এশিয়ার প্রথম মহিলা চালিত ট্যাক্সি সার্ভিস হে ডিডি-র প্রতিষ্ঠাতা রেবতী রায়ের জীবনের গল্প। আর এই ছবির অন্যতম প্রযোজক হলেন জন আব্রাহাম। একটি বিবৃতিতে জন জানিয়েছেন, ‘আমি খুব খুশি এমন একটি ছবি প্রযোজনা করতে পেরে। এই ছবি এমন এক নারীর গল্প বলে যিনি নাটকীয় ব্যক্তিগত জীবনের ওঠাপড়া সামলে নিজের ব্যবসাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। রেবতীর জীবন চ্যালেঞ্জ, হাসি, মজা, প্রাণশক্তিতে ভরপুর। বার বার তিনি ফিনিক্স পাখির মতো বেঁচে উঠেছেন। পাশে দাঁড়িয়েছেন অসংখ্যা দুঃস্থ মহিলার।’ জনের জে এ এন্টারপ্রাইজ, গ্রেওয়ালের রেড আইস ফিল্মস এবং অনিল বোহরার ভায়কা এন্টারটেনমেন্ট-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে রবি গ্রেওয়াল। স্বাতী লোধার লেখা বই হু ইস রেবতী রয় -কে ভিত্তি করেই লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। তবে এমন একটি ছবিতে নাম ভূমিকায় কাকে দেখা যাবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।