প্রাক্তন মুখ্যমন্তী প্রয়াত জয়ললিতার জন্মদিনের দিনেই ‘থালাইভি’-র নির্মাতারা ছবির লুক শেয়ার করেছেন। যেখানে কঙ্গনা রানাওতকে হুবহু জয়ললিতার রূপে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করেন অভিনেত্রীর বোন রঙ্গোলী চান্ডেল। তিনি লিখেছেন, ‘প্রসথেটিক মেকআপের সাহায্য ছাড়াই জয়ললিতার রূপে নিজেকে তুলে ধরেছেন কঙ্গনা।’ এরপর একে একে ‘থালাইভি’-র কলাকুশলীদের সঙ্গে দর্শকদের পরিচয় করাচ্ছেন নির্মাতারা। জানা যাচ্ছে, অভিনেত্রী শামনা কাসিম ওরফে পূর্ণা এবং বলিউড অভিনেত্রী মধুকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। জয়ললিতার বান্ধবী শশীকলার চরিত্রে অভিনয় করবেন পূর্ণা। প্রিয়ামণির বদলে সিনেমায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ডেট ইস্যুর কারণে এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়ামণি। এরপরেই তাঁর বদলে নির্মাতারা পূর্ণাকে বেছে নিয়েছেন শশীকলার ভূমিকায়। অন্যদিকে, মধুকে দেখা যাবে এমজি রামাচন্দ্রনের (এআইএডিএমকে) স্ত্রী ভিএন জানকির ভূমিকায়। সোশ্যাল মিডিয়ায় পুরো বিষয়টি জানিয়েছেন পূর্ণা। তিনি লেখেন, ‘আনুষ্ঠানিকভাবে ‘থালাইভি’-র অংশ হতে পেরে ভাল লাগছে। পরিচালক এএল বিজয়কে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা সত্যি আমার কাছে সুবর্ণসুযোগ যে, আইরন লেডি জয়ললিতা ম্যামের বায়োপিকে কাজ করতে পারছি, সঙ্গে আছেন কঙ্গনা রানাওত, অরবিন্দ স্বামী এবং প্রকাশ রাজ।’ ছবিতে অরবিন্দ স্বামী এমজি রামাচন্দ্রনের ভূমিকায় অভিনয় করবেন। সঙ্গে রয়েছেন অভিনেত্রী মধুও। এর আগে অরবিন্দ এবং মধুকে ‘রোজা’ ছবিতে দেখা গিয়েছিল। আরও একবার পর্দায় এদের জুটি দেখা যাবে। ২০২০-র ২৬ জুন মুক্তি পাবে ‘থালাইভি’।
Delighted to announce that I am now officially part of Thalaivi Movie, directed by @DirectorALVijay Sir. It's truly a wonderful opportunity to be associated with the biopic of the Iron Lady J Jayalalitha ma'am and to work alongside #KanganaRenaut, @thearvindswami, @prakashraaj pic.twitter.com/pRtvk3k8ga
— Poorna (@shamna_kasim) February 22, 2020
Transformation without prosthetics or any effects 👏👏👏 pic.twitter.com/g3RHBiosiz
— Rangoli Chandel (@Rangoli_A) February 24, 2020