প্রয়াত হলেন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ডায়াবেটিস, রক্তচাপ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বাবর। রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয়। এরপর প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।