প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় সুরকার সেলিম আশরাফ। গতকাল রাত ৩টের সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু সেলিম আশরাফ-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি তাঁর ৫৫ বছরের সংগীত জীবনে অজস্র গান, রচনা আর সুর করে গেছেন। এর মধ্যে তাঁর সেরা গান হল “যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা।” মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। চার বছর ধরে অসুস্থ ছিলেন প্রয়াত সুরকার। গত ১৩ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার রামপুরায় বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। শোনা যায়, চিকিৎসার জন্য তাঁর পরিবারকে আর্থিক সঙ্কটের মধ্যেও পড়তে হয়েছিল। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র করে দেন। সম্প্রতি সেলিম আশরাফের চিকিৎসার জন্য পাঁচ হাজার ডলার সহায়তা করেন এন্ড্রু কিশোর। ফেসবুকে আলম আরা মিনু একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘অদির বাবা, বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী।’
https://www.facebook.com/photo.php?fbid=670460957093262&set=a.100244847448212&type=3&theater