প্রয়াত হলেন অভিনেতা নৃত্যশিল্পী বীরু কৃষ্ণণ। শনিবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। সান্তাক্রুজের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। অভিনয়ের পাশাপাশি নিজে একজন বিখ্যাত কত্থক শিল্পী ছিলেন। বলিউডের বহু অভিনেত্রী তাঁর কাছে নাচ শিখেছেন। তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, করণভীর বোহরা। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। একাধিক বলিউড সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। ১৯৯৬ সালে রাজা হিন্দুস্তানি ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। এছাড়াও দুলহে রাজা, আকেলে হাম আকেলে তুম ও ইশক ছবিতে অভিনয় করেছেন তিনি।