‘বালা’ ছবির ট্রেলার মুক্তি থেকে বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না। ছবিতে ভূমি পেদনেকর-কে চাপা গায়ের রঙে দেখা যাবে। সেই নিয়েই শুরু হয়ে যায় নানা মহলে নানা সমালোচনা। তবে সমালোচনার ঝড়ে কাবু না হয়ে গিয়ে সরাসরি নিজের উত্তর জানিয়ে দিলেন ভূমি। তিনি বলেন, ‘কারও গায়ের রং নিয়ে ঠাট্টা তামাশা করার জন্যে এই ছবি তৈরি করা হয়নি। বরং ভারতে ফর্সা গায়ের রং নিয়ে যে অবসেশন রয়েছে, এই ছবি সেই কুসংস্কার ভাঙতেই তৈরি। সম্প্রতি একটি সাক্ষাত্কারে ভূমি জানালেন, ‘দেখুন ছবিতেই এটাই আমার চরিত্র। তবে এটুকু বলতে পারি, একবার ছবিটা দেখলে দর্শক বুঝবেন কোনওভাবেই কারও গায়ের রং নিয়ে মজা করা আমাদের উদ্দেশ্য ছিল না। ভারতে ফর্সা গায়ের রং নিয়ে মানুষের মনে যে কুসংস্কার বাসা বেঁধে রয়েছে তা দূর করাই ছিল আমাদের লক্ষ্য। বেশ কিছু জায়গায় দেখেছি এই নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। ঠিক যেমনটা সাঁন্ড কি আঁখ-এর সময়ে হয়েছিল। তবে আমার একটাই কথা বলার আছে। একজন অভিনেতা হিসেবে আমি শুধুই কর্তব্য পালন করছি। বিভিন্ন ধরনের চরিত্র করাই আমার কাজ। আর সেটা করার সুযোগ না পেলে আমার তো কোনও অস্তিত্বই থাকবে না।’ নায়িকার এই উত্তরে তাঁর সাহসিকতার পরিচয়েই মেলে।