ছোটপর্দায় চার পর্বে থাকবে সেই সব নারীদের কথা, যাঁরা নিজস্ব ক্ষেত্রে সত্যিই একাই একশো। আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে এমন বহু নারী যাঁরা সত্যিই নিজ নিজ ক্ষেত্রে ‘একাই একশো’ পর্বে। এই সমস্ত নারীদের অনন্য কাহিনিকেই তুলে ধরা হয় জি বাংলার সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান ‘একাই একশো’-র মাধ্যমে। তারই বিশেষ পর্বে থাকছেন মিমি চক্রবর্তী। ‘একাই একশো’র সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মিমি বলেন, “এই শোয়ের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ গর্বিত।