প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। তবে অনেকেই সেই নির্দেশ মানছেন না। ছুতোনাতা খুঁজে রাস্তায় ভিড় জমাচ্ছেন অনেকেই। মাস্কও ব্যবহার করছেন না অনেকে। তারই ফল হাতেনাতে মিলেছে নিজামুদ্দিনের মারকাজ ধর্মীয় অনুষ্ঠানের ঘটনায়। সেখান থেকেই লাফিয়ে বেড়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। মানুষ বিষয়টিকে গুরুত্ব না-দেওয়ায় বেজায় চটেছেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে আগেই জরুরি অবস্থা জারির দাবি তুলেছিলেন ঋষি কাপুর। ফের একই কথা শোনা গেল তাঁর মুখে। যাঁরা লকডাউন মানছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেনা নামানোর পরামর্শ দিয়েছেন তিনি। তিনি টুইটে লেখেন, ‘আজ এটা হল, কাল জানি না আরও কী হবে? সে জন্যই আমি বলেছিলাম, আমাদের সেনা নামানো উচিত। জরুরি অবস্থা জারি করা উচিত।’৬৭ বছরের অভিনেতা এর আগেও টুইটে লিখেছিলেন, ‘প্রিয় ভারতীয়রা, আমাদের অবশ্যই জরুরি অবস্থা জারি করা উচিত। দেখুন সারা দেশে কী হচ্ছে। টিভিকে যদি বিশ্বাস করেন, তাহলে দেখবেন মানুষ পুলিশ, মেডিক্যাল কর্মীদের পেটাচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার আর কোনও বিকল্প নেই। আমাদের সবার একমাত্র এতেই ভালো হবে।’
Aaj ye hua kal kya kya hona hai? That is why I said we need the military out. Emergency.
— Rishi Kapoor (@chintskap) March 31, 2020