বাড়ি ফেরার দুদিনের মধ্যেই ফের হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। দিল্লিতে শুটিং করতে গিয়ে কয়েকদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। দু’দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজের মুম্বইয়ের বাড়িতে ফেরেন তিনি। কিন্তু আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। সূত্রের খবর, ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন ঋষি কাপুর। এদিন সকালেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋষিকে। ৬৭ বছরের এই অভিনেতার আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন ঋষিকে হাসপাতালে নিয়ে গিয়েছেন তাঁর ছেলে রণবীর কাপুর। সূত্রের খবর, ‘রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋষিকে। গত রবিবার হঠাত্ শারীরিক অসুস্থতার জন্য দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋষি কাপুর। যদিও সোমবার ঋষি নিজেই জানান ইনফেকশনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। কিন্তু কিংবদন্তির এই অসুস্থতার খবরে রীতিমতো কৌতুহল শুরু হয় বলিউড জুড়ে। কারণ, গত বছরেই মারণরোগ ক্যানসার সারিয়ে ফিরেছেন ঋষি কাপুর। দীর্ঘ সাত-আট মাসের লড়াই সারিয়ে গতবছরেই ভারতে ফেরেন ঋষি। মারণরোগ ক্যানসারে আক্রান্ত হন ২০১৮ সেপ্টেম্বর মাসে। তারপরেই আমেরিকাতেই দীর্ঘ চিকিৎসার পর গতবছর জুন মাসে ভারতে ফেরেন এই কিংবদন্তি অভিনেতা। আর এই ভীতিতেই ঋষির অসুস্থতার খোঁজ নিতে দেখা যায় অনেককেই। গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঋষি জানিয়েছিলেন, ‘বন্ধুরা ও পরিবারের আত্মীয়রা, আপনাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। দিল্লিতে বিগত ১৮ দিন ধরে শ্যুটিং করছি। আর এতটাই দূষণ এখানে তাই শরীরটা খারাপ হয়ে যায় আমার। নিউট্রোফিলসের ঘাটতির জন্য ইনফেকশন হয় আমার।’ তিনি আরও জানান, ‘হাল্কা জ্বর ছিল, চিকিৎসকেরা ইনফেকশনটা খুঁজে পেয়েছে, নিউমোনিয়া বলে দাবি করছে সবাই। চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় ভালো হয়েছি। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এখন আমি মুম্বইতে আছি, কিছুদিন এখানেই থাকব।’ ‘