করোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে রোজগার বন্ধ থাকায় বিপদে পড়েছেন দিনমজুর মানুষরা। এবার তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এলেন রকুল প্রীত সিং। তাঁর বাড়ির পাশে অবস্থিত বস্তির ২০০টি পরিবারের হাতে বাড়ির তৈরি খাবার তুলে দিলেন তিনি। এ প্রসঙ্গে রকুল বলেন, “আমার বাবা ওই বস্তিতে গিয়ে তাঁদের সমস্যা নিজের চোখে দেখে এসেছেন । এই পরিস্থিতির মধ্যে সেই সব বস্তির বাসিন্দার হাতে দু’বেলার খাবার তুলে দিচ্ছি আমরা । যতদিন লকডাউন জারি থাকবে ততদিন তাঁদের হাতে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।” দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে সবারই কোনও না কোনওভাবে সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত বলে মনে রকুল । বলেন, “আমাদের কাছে অনেক কিছুই রয়েছে । এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা অনেকেই বাড়িতে খাবার সঞ্চয় করে রেখেছি । তার থেকে কিছু অংশ যদি সমাজের দুস্থ মানুষদের সাহায্যের জন্য দিই তাতে কিছুই হবে না । আমার কাছে এর থেকে খুশির আর কিছুই হতে পারে না । খাবার হাতে পেয়ে তাঁদের মুখটা যখন খুশিতে ভরে ওঠে সেটা আমার কাছে অনেক বড় বিষয় ।” তিনি আরও বলেন, “এভাবেই আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম । এটা খুবই ছোট্ট একটা প্রচেষ্টা । আমি সমাজকে কিছু ফেরত দেওয়ার উপর খুবই বিশ্বাস করি ।” সরকারি নির্দেশ অনুসারে ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা । কিন্তু, বর্তমান পরিস্থিতির উপর কথা মাথায় রেখে যদি লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও এই কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী । বলেন, “লকডাউনের মেয়াদ বাড়লেও আমি বস্তিবাসীকে খাবার দিয়ে যাব । গোটা এপ্রিল মাস তাঁদের হাতে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । তারপর দেব কি না সেটা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করছে । আমাদের সোসাইটির মধ্যেই রান্না করা হচ্ছে । তারপর তা পৌঁছে দেওয়া হচ্ছে বস্তিবাসীর কাছে ।”