বাজার পরিদর্শনে এলেন তারকা সাংসদ নুসরত

করোনা আতঙ্কের গ্রাসে বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। গোটা দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। আমজনতাকে ভরসা জোগাতে আগেই রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও হাসপাতালে তো কখনও বাজারে, কখনও আবার ভবঘুরেদের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। এবার তাঁর দেখানো পথেই হাঁটলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। আজ সকালে নিজের পাড়া চেতলা ৮২ নম্বর ওয়ার্ডের সি আইটি বাজারে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে এনেছিলেন স্বামী নিখিল জৈনকেও। বাজারে জিনিসের দাম খতিয়ে দেখলেন তিনি। ক্রেতা ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ ও দিলেন নুসরত। প্রায় আধ ঘন্টা মত পুরো বাজার ঘুরে দেখেন তিনি। কালো পোশাক, সাদা শ্রাগ, মুখে মাস্ক পরেই পুরো বাজার ঘুরে দেখলেন অভিনেত্রী। বাজার পরিদর্শনের পাশাপাশিই নিজের বাড়ির জন্যও জিনিস কিনতে দেখা যায় অভিনেত্রীকে। সবাই যাতে একসঙ্গে বেশি জিনিস কিনে ঘরে মজুত না করে, তার জন্য আবেদনও জানান সাংসদ। প্রত্যেকেই যেন দূরত্ব বজায় রাখে তারও আবেদন জানান অভিনেত্রী। রাস্তার উপর চক দিয়ে আঁকা নির্দিষ্ট বৃত্তের মধ্যেই দাঁড়ানোর অনুরোধ করলেন প্রত্যেক ক্রেতাকে।  ঘরবন্দি অবস্থায় হতাশ না হয়ে বাড়ির বিভিন্ন কাজ করতে এবং নিজেদের পছন্দের কাজ করারও পরামর্শ দেন অভিনেত্রী। এছাড়া জিনিসের দাম যেন বেশি না হয় তাও বিক্রেতাদের বলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *