ফের সোশ্যাল মিডিয়ায় চর্চিত শুভশ্রী গাঙ্গুলী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি নতুন ছবি শেয়ার করেন রাজ-ঘরণী। শুভশ্রী বাথটাবে শুয়ে এই ছবি দিয়ে আরও একবার ঝড় তুললেন নেটদুনিয়ায়। ছবিতে দেখা যায়, কালো পোশাক পরে বাথটাবে শুয়ে রয়েছেন রাজের পরিণীতা। ফটোশ্যুটের জন্যই বাথটাবের মধ্যে পোজ দেন অভিনেত্রী। শুভশ্রীর সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ছড়িয়ে পড়ে।