সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ইরেশ যাকের ও মিম রশিদের সংসারে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান। বৃষ্টির সঙ্গে মিলিয়ে সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম রাখা হয়েছে মেহা রশিদ যাকের। ইরেশ জানান, মা ও মেয়ে দুইজনই সুস্থ আছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি আমাদের ঘরে ফুটফুটে এক কন্যা দান করেছেন।