গতকাল ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি সেরেছেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বন্ধু-বান্ধব ও পরিবারের লোকেদের মধ্যে সীমিত ছিল এই অনুষ্ঠান। বিয়ে সেরেই এবার জেনেভা উড়ে যাচ্ছেন দু’জনে। শুধু মধুচন্দ্রিমা কাটাতে নয়, তার সঙ্গে অন্য কাজও রয়েছে। জানা গিয়েছে সৃজিত-মিথিলার বিয়ের অনুষ্ঠানে ছিল একেবারেই ঘরোয়া ভাবে। জানা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসে বিরাট পার্টির আয়োজন করবেন সৃজিত মুখোপাধ্যায়। নিঃসন্দেহে সেখানে হাজির থাকবেন টলিপাড়ার প্রায় সব তারকাই।