ঠাকুমার ঝুলি-র গল্প ছোটবেলায় সকলেই পড়েছি।তবে বর্তমান প্রজন্মের কাছে ফেয়ারি টেলসের কদরটাই বেশি। তাই এই প্রজন্মের কাছে ঠাকুমার ঝুলিকে পৌঁছে দিতে তৈরি হচ্ছে সিনেমা। ঠাকুমা-দাদুর কাছ থেকে শোনা ছোটবেলার রূপকথার গল্প এবার সবাই দেখতে পাবে বড় পর্দায়। ৮ অগস্ট ওয়ার্ল্ড গ্র্যান্ডপেরেন্টস ডে। তার আগেই মুক্তি পেল ঠাকুমার ঝুলি থেকে তৈরি বাংলা ছবি ‘বুদ্ধু ভূতুম’ এর পোস্টার। আট থেকে আশি সকলেই যে এই সিনেমার খবর খুশি তা বলাই বাহুল্য। বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতীশ রায়ের পরিচালকসত্তার প্রকাশ ঘটবে এই ছবিতে। রয়েছেন, কৌশিক চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শংকর চক্রবর্তী, গৌতম হালদার, সুজয় সাহা ও মানালি দে। ছবির গান তৈরি করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবি। কলাবতী রাজকন্যা থেকে ছবির গল্প নেওয়া হয়েছে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা সব গল্পের অসাধারণ সব অনুভূতি তৈরি হবে কচিকাঁচাদের। সে জন্য দারুণ অ্যানিমেশন ও ভিএফএক্সের সাহায্যও নেওয়া হয়েছে ছবি তৈরিতে। ছেলেবেলার রূপকথার স্বপ্নের সব গল্প সিনেমা হলে বসে উপভোগ করবে ছবিপ্রেমীরা।