ভাষা দিবসে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার আবেদন জানালেন টলিপাড়ার সেলেবরা

আজ ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনে আরও একবার একজোট টলিপাড়ার সেলেবরা। সোশ্যাল মিডিয়ায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরি-সহ অনেক তারকারাই। পাশাপাশি সকলেই মাতৃভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার আবেদন জানিয়েছেন নিজেদের পোস্টে। বাংলা ভাষা নিয়ে আন্দোলন, মুক্তিযুদ্ধের কথা বছরের পর বছর শুনে আসলেও বাঙালির সেই সচেতনতাবোধ এখনও জাগ্রত হয়নি। আত্মবিস্মৃত বাঙালিকে তা আরও একবার বুঝিয়ে দিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর লেখনীতে তুলে ধরেছেন, কীভাবে বাংলা বলতে গিয়ে বাঙালি হোঁচট খায়, কীভাবে বাঙালি হিন্দির মতো বাংলা বলছে সেই প্রসঙ্গও এনেছেন পরিচালক। আর তা যে খুবই বেদনাদায়ক সে কথাও বলেছেন। সৃজিতের পরিচালনায় যে কোনও সিনেমাতেই বাঙালি এবং বাংলা ভাষা বিশেষ গুরুত্ব পায়। সে দ্বিতীয় পুরুষ হোক কিংবা ফেলুদা। পরতে পরতে বাঙালিয়ানা বজায় রেখেছেন সর্বত্রই। দ্বিতীয় পুরুষ সিনেমার সংলাপে অনুরাগীদের মজতে দেখে সৃজিত রিটুইট করে লেখেন, বাংলা ভাষা আর মাটন কষা নিয়ে কোনও চ্যাংড়ামো নয়।  পরমব্রত চট্টোপাধ্যায় বললেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালিদের জন্য একটি বিশেষ দিন। আজ এই বিশেষ দিনে সমগ্র বাঙালি জাতিকে জানাই শুভেচ্ছা।” অন্যদিকে প্রসেনজিৎ বললেন, “আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি বাংলায় থাকুন, বাংলাকে বাঁচিয়ে রাখুন।” টোটা লেখেন, “সারা বিশ্বে ২৯-৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ভারতবর্ষে ১০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা। ভারতে, হিন্দির পর সবচেয়ে বেশি সংখ্যক লোক বাংলা বলেন। আসুন, আজ ভাষা দিবসে গর্জে উঠি- আমি গর্বিত, আমি বাঙালি।”  সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নিজেকে ‘গর্বিত বাঙালি’ বললেন মিমি চক্রবর্তীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *