বছরের পয়লা দিনেই দেখা গেল মধুমিতা-অর্জুনের ভালবাসার গল্পের ঝলক। পরিচালক প্রতীম ডি গুপ্তার ‘লাভ আজ কাল পরশু’র টিজার প্রকাশ্যে এল। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী এবং মধুমিতা সরকার। শুটিং শুরুর আগেই অবশ্য দুই মুখ্য চরিত্রের লুক প্রকাশ্যে এসেছে প্রযোজনা সংস্থা এসভিএফের হাত ধরে। এবার সামনে এল টিজার। প্রতীম ছবির গল্প প্রসঙ্গে বলেন, ‘‘লাভ স্টোরি কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটু কনসেপচুয়াল লাভ স্টোরির মতন। তার মানেটা দাঁড়ায়, যা দেখছ সেটাই যে ঘটছে, তা নয়। রোমান্সের সঙ্গে খানিক থ্রিলারের ছোঁয়া থাকছে। কিছুটা ‘ব্ল্যাক মিরর’ ঘরানার আর কী!’’ তো ছবির নাম যখন ‘লাভ আজ কাল পরশু’, ইমতিয়াজ আলির ছোঁয়া থাকবে নিশ্চয়? উত্তরে প্রতীম জানিয়েছিলেন, ‘ইমতিয়াজের ছোঁয়া থাকবে না। কিন্তু ইমতিয়াজ যেটা ক্যাপচার করার চেষ্টা করেছিল, যে পিরিয়ড লাভস্টোরি, আর এখনকার লাভস্টোরি কীরকম হতে পারে, ঠিক সেইরকম না হলেও আমার ছবিতে ভালবাসার সংজ্ঞাটাকে একটু অন্যরকমভাবে তুলে ধরা হবে। কেউ ফিজিক্যালি, কেউ প্লেটোনিক্যালি বা আর্টিস্টিক্যালি প্রেমে পড়তে পারে, সেই বিষয়টা উঠে আসবে ছবিতে। আগামী প্রেম দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘লাভ আজ কাল পরশু’। আদ্যোপান্ত প্রেমের গল্প বলব এই ছবি। নামের পাশাপাশি টিজারেই মিলল তার ইঙ্গিত। দেখা হওয়া, বন্ধুত্ব, প্রেম, ভালবাসা। আর তারপর পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য বদলে যাওয়া সমীকরণ। তবে এত কিছুর মাঝেই টুইস্ট রয়েছে অর্জুন-মধুমিতার চরিত্রে। কখনও অভিজিৎ-তাপসী তো কখনও বা আবার অভিরূপ-তৃপ্তি নামে সিনেমার দুই মুখ্য চরিত্রের সঙ্গে পরিচয় করালেন প্রতীম। থ্রিলারের ছোঁয়াও রয়েছে। তবে সে গল্প টিজারে খোলেননি তিনি।