শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মলহোত্রার বাবা সুরজ মলহোত্রা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বান্দ্রায় বাসভবনেই মৃত্যু হয় তাঁর। অন্তিম যাত্রায় সামিল হয়েছিলেন করণ জোহর, শাবানা আজমি, বনি কাপুর, পুনীত মলহোত্রা এবং সোফি চৌধুরি। সোমবার মনীষ মলহোত্রার বাবার মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়ি ছুটে যান করণ জোহর, করিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চন, মালাইকা আরোরা, গৌরী খান, করিশ্মা কাপুর, রবিনা ট্যান্ডন, কিয়ারা আডবাণী, ফারহা খান, শিল্পা শেট্টি, অদিতি রাও হায়দরি। মঙ্গলবার ইনস্টাগ্রামে বাবার একটি ছবি শেয়ার করেছিলেন মনীষ। বলিউডে তাঁর সহকর্মী এবং বন্ধুরা এই শোকের সময়ে তাঁকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। সেই তালিকায় ছিলেন ঋদ্ধিমা কাপুর সাহনি, ভাবনা পান্ডে, করণ টাকের, চিত্রঙ্গদা সিং, সঞ্জয় কাপুর এবং অন্যান্যরা। বাবার আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করেন মনীষ। এই প্রার্থিনা সভায় হাজির ছিলেন বহু বলিউড সেলেব, যাঁরা কাজের বাইরে মনীষের ঘনিষ্ঠও বটে। হবু শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। উপস্থিত হয়েছিলেন রবিনা ট্যান্ডন, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, করণ জোহর, হুমা কুরেশি, কৃতী স্যানন এবং আরও অনেকে।
https://www.instagram.com/p/B5ANdqZHaH8/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B5AQjWLnoxc/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B5AiPQSngy-/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B5Az89sHReo/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B5DN1fBHPGZ/?utm_source=ig_web_copy_link