হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট। এই ঘটনায় কোবি-র ১৩ বছরের কন্যা জিয়ানারও মৃত্যু হয়েছে। মাত্র ৪১ বছর বয়স হয়েছিল প্রাক্তন এই খেলোয়াড়ের। কোবির অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। গ্র্যামির আসরে লিজো, আশারের মতো আরও অনেক নামজাদা শিল্পীদের পারফর্মেন্সের মধ্যেই তারকারা কোবে ব্রায়ান্ট ও তাঁর তেরো বছরের মেয়ে জিয়ানাকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের সঞ্চালক অ্যালিসিয়াও বাস্কেটবল স্টার কোব ব্রায়ান্টের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন। শুধু খেলার দুনিয়াতেই নয়, বিনোদনের জগতও শোকাহত এই খবরে। কোবির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বলিউডও। প্রিয়াঙ্কা চোপড়া গ্র্যামির আসরে কোবির প্রতি শ্রদ্ধা জানান । আর নিক জোনাস বাস্কেটবল প্লেয়ারকে শ্রদ্ধা জানাতে স্যুটে বেগুনি ফিতে বেঁধেছিলেন। প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা থেকে শুরু করে অক্ষয় কুমার, অর্জুন কাপুর, রণবীর সিং, ফারহান আখতার, লারা দত্ত, দিনো মোরিয়া, আনন্দ আহুজা-সহ অনেকেই কোবির প্রতি তাঁদের ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়েছেন।
What a tragedy. #KobeBryant. #GiannaBryant RIP
Deepest condolences to his family and wish them strength at this time of unimaginable grief. @kobebryant— Farhan Akhtar (@FarOutAkhtar) January 27, 2020
This is heartbreaking. Rest In Peace Kobe.
— Nick Jonas (@nickjonas) January 26, 2020
I didn’t follow the sport and can’t claim to have known too much about him…but this untimely death of a father and daughter just breaks my heart…I hope the universes give strength to his family , friends and fans across the world….#KobeBryant #RIP
— Karan Johar (@karanjohar) January 26, 2020
#rip #legend #kobe & his daughter Gianna. This is such sad news. God bless their souls. pic.twitter.com/nXT3u3Kiqu
— Dino Morea (@DinoMorea9) January 27, 2020