আজ সাংসদ অভিনেতা দেবের মায়ের জন্মদিন। আজকের দিনটা তাঁর কাছে খুবই স্পেশ্যাল। অভিনেতা দেবের বড় হয়ে ওঠার দিনগুলি কেটেছে বাণিজ্যনগরী মুম্বাইয়ে। বাণিজ্যনগরীর যে পরিবেশে, যাদের মধ্যে তিনি বড় হয়েছেন অর্থাত্ ছোটবেলাটা যাদের সঙ্গে করে তার কেটেছে এবার সেখানেই পাড়ি দিলেন দেব। মায়ের জন্মদিনটা আরও একটু স্পেশ্যাল করে তুলতে সকলকে নিয়ে জন্মদিনের সেলিব্রেশেন মাতলেন অভিনেতা।মায়ের জন্মদিন উপলক্ষে আনা হয়েছে কেক, সকলের সঙ্গে মিলে সেই কেক কাটলেন মৌসুমী অধিকারী। মায়ের জন্মদিনের ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে, কেক কেটে সেটা মৌসুমীদেবী ছেলেকে খাইয়ে দিতেই দেবের মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। কিছুটা মজা করেই কেকের ক্রিম মায়ের গালে লাগিয়ে দিতে গেলেন দেব। ওমনি কপালে জুটল বকুনি। ছেলেকে থামিয়ে তিনি জানিয়েই দিলেন ক্রিম লাগিয়েছেন এইরকম কাজ যেন না করা হয়। এরপর মৌসুমীদেবী কেক মেয়ে দিপালীকে খাইয়ে দিলেন। মা-ছেলের এই বকার ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মায়ের জন্মদিনের ভিডিও শেয়ার করে অভিনেতা একটি মিষ্টি ক্যাপশনও দিয়েছেন। ক্যাপশানে অভিনেতা লিখেছেন, ”মায়ের জন্মদিন, আমরা এভাবেই একে অপরকে ভালোবাসি, যত্ন নি, আবার ঝগড়া করে একে অপরের সঙ্গে কথা বন্ধ করি, আবার একে অপরের কাছাকাছি আসি, ঝগড়া করি। এভাবেই চলতে থাকে। এটাই আমার মা, আমার শক্তি, আমার আশীর্বাদ। আর এটাই আমার বাড়ি, যেখানে আমরা ছেলেবেলা কাটিয়েছি।”আরও একটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, এটা হল শিবসেনা শাখা, যেখানে আমি বড় হয়েছি। এই শাখার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার মায়ের সঙ্গে। আমি ভাবিও নি আমি আবার একই আদর পাব। তাঁদের কাছে আমিই তাঁদের এলাকা থেকে হওয়া প্রথম সাংসদ।