চক্রান্ত এবং সাসপেন্সের এক রুদ্ধশ্বাস কাহিনি ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’। বুধবার সেই ছবির মিউজিক এবং ট্রেলার লঞ্চ হয়ে গেল। মূলত গায়ে কাঁটা দেওয়া সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই কাহিনি মানব প্রকৃতির গভীরতা এবং প্রতিকূলতার মুখে ন্যায়বিচারের জন্য দীর্ঘস্থায়ী সংগ্রামের কথা বলে। যুগের পর যুগ ধরে নারীদের সম্মানকে ধূলিসাৎ করে কুকীর্তির ঘৃণ্য ব্যবসা করে আসছে কিছু শ্রেণীর মানুষ। আর এমনই এক কাহিনির প্রেক্ষাপটে রয়েছেন আসিক আহমেদ। মালদহের অভ্যন্তরে কালিয়াচক নামে এক শান্ত অথচ রহস্যময় গ্রামে বাস করেন তিনি। খোলা আকাশের মতো বিশাল স্বপ্ন নিয়ে বাঁচতে চান এই উজ্জ্বল ছাত্রটি। অথচ আপাত দৃষ্টিতে সহজসরল জীবনের নিচে লুকিয়ে থাকে প্রতারণা এবং হতাশার এক অন্ধকার জগৎ। সাঁই বাংলা ফিল্মস এবং নয়ন রাজের প্রযোজনায় ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’ পরিচালনা করছেন রাতুল মুখোপাধ্যায়। অভিনয় করবেন নবাগত অসীম, রূপাঞ্জনা মিত্র, পার্থসারথি, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতিম দাশগুপ্ত এবং প্রতীশ ঘোষ। ছবিটির গান গেয়েছেন রাজ বর্মন, সুপ্রতীপ ভট্টাচার্য এবং নয়নরাজ।