প্রিমিয়ার শো-এর কয়েক ঘণ্টার মধ্যেই ফাঁস হয়ে গেল ‘সাহো’। সাহো ছবিটি এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ও বড় বাজেটের ছবি। বাহুবলী খ্যাত প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি তৈরি করতে প্রায় ৩৫০ কোটি টাকা খরচ হয়েছে। মিশন মঙ্গল, বাটলা হাউস থেকে স্যাক্রেড গেমস ২ এগুলি সবই তামিলরকার্স এবং পাইরেট বেয়ের মতো টরেন্ট সাইটে ফাঁস হয়েছিল। দক্ষিণের চলচ্চিত্রের কথা বললে, অজিথ অভিনীত নেরকোন্ডা পারভাই, পিংক সিঙ্গাপুরে প্রিমিয়ার হওয়ার পরে মুক্তির কয়েকদিন আগে অনলাইনে ফাঁস হয়েছিল। তামিলরোকার্সরা এটি পাইরেসি ওয়েবসাইটে ফাঁস করে বলে জানা যাচ্ছে।