মুক্তি পেল ‘গুলদস্তা’ ছবির প্রথম গান ‘রঙ্গ রসিয়া’। গানটি গেয়েছেন নবাগতা শাওনি। সুর দিয়েছেন সৌম্য ঋত। ইদানীং বেশি দৈর্ঘ্যের গান হয় না। কিন্তু ‘রঙ্গ রসিয়া’ গানটি সে ক্ষেত্রে ব্যতিক্রম। গানটির দৈর্ঘ্য ৬ মিনিট ৪৮ সেকেন্ডের। গুলদস্তা ছবিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়, ঈশান মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, ছন্দা করণজিৎ ও অভিজিৎ গুহ প্রমুখ। রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন অর্জুন দত্ত। তাঁর প্রথম ছবি ‘অব্যক্ত’। এটি একটি মহিলাকেন্দ্রিক ছবি। শ্রীরূপা, রেণু ও ডলি- তিন মহিলার জীবনের গল্প বলা হয়েছে ছবিতে। ২৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ‘গুলদস্তা’র। তবে করোনা ভাইরাসের জেরে আপাতত স্থগিত করা হয়েছে মুক্তি।