টিজার মুক্তির পর থেকেই দর্শকদের মনে কৌতুহল তৈরি করেছিল ‘ভূতঃ দ্যা হন্টেড শিপ’। দু-দিন আগেই টিজার শেয়ার করেছিলেন করন জোহর ও ভিকি কৌশল। টিজার শেয়ার করার সময়েই তাঁরা জানিয়েছিলেন ট্রেলার মুক্তি দিন। সেই মতো আজ মুক্তি পায় ‘ভূতঃ দ্যা হন্টেড শিপ’-এর ট্রেলার। ট্রেলারটি দেখে দর্শকের শিরদাঁড়া দিয়ে যে হিমশ্রোত বয়ে যাবে তা বলাই বাহুল্য। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। এই সিনেমা দুই পার্টে আসতে চলেছে। প্রথম পার্ট ‘ভূতঃ দ্যা হন্টেড শিপ’ এবছর মুক্তি পাচ্ছে। প্রথম পার্টের পরিচালনার ভূমিকায় ভানু প্রতাপ সিং। নবাগত পরিচালক ভানু প্রতাপ সিংয়ের এই ছবিটি প্রযোজনা করেছেন হিরু যশ জোহর, অপূর্ব মেহতা, শশাঙ্ক খৈতান এবং করণ জোহর। এর আগে টিজারে দেখা গিয়েছিল একটি পরিত্যাক্ত জাহাজের ভিতরে হাঁটছেন ভিকি কৌশল। একটি হাতের ছাপ অনুসরণ করে তিনি সামনের একটি ঘরে ঢোকেন। দেখেন দেওয়ালে তাঁর মুখ প্লাস্টার করা রয়েছে। চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। চোখের পলকে অনেকগুলি হাত বেরিয়ে তাঁকে সেই দেওয়ালের ভিতরে টেনে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও রেহাই পান না ভিকি। এবার মুক্তি পেল ‘ভূতঃ দ্যা হন্টেড শিপ’-এর রোমহর্ষক ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে মুম্বইয়ের জুহুতে এসে দাঁড়ায় একটি জাহাজ। সি বার্ড নামের ওই জাহাজে কোনও মানুষের দেখা পাওয়া যায়নি। সেই জাহাজের সার্ভে অফিসার হিসেবে নিয়োগ করা হয় ভিকিকে । তাঁর চরিত্রের নাম ‘পৃথ্বী’। জাহাজের মধ্যে একটি টর্চ হাতে নিয়ে ঢোকে পৃথ্বী । শুরু থেকেই কিছু ভূতুড়ে কার্যকলাপ সে অনুভব করতে পারে । ভূতের খপ্পরেও পড়ে সে । এভাবেই এগোয় ছবির গল্প । তবে শেষ পর্যন্ত কী হয় তা জানার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের । সব ঠিক থাকলে ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি । বলিউডের আর পাঁচটা ভৌতিক সিনেমার থেকে এই ভূত আপনার অ্যাড্রিনালিন ক্ষরণ কয়েকগুণ বাড়িয়ে দেব। সম্প্রতি ‘ঘোস্ট স্টোরিস’ নিয়ে উৎসাহ তুঙ্গে থাকলেও ছবি দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তবে ভিকির ‘ভূত’-এর ট্রেলার কিন্তু নেট দুনিয়ায় প্রথম কয়েক ঘণ্টাতেই সারা ফেলে দিয়েছে।
Anchoring fear on your shores. #BhootTrailer OUT NOW! https://t.co/vVB0fgcaeu#Bhoot #TheHauntedShip @apoorvamehta18 @vickykaushal09 @bhumipednekar @Bps_91 @ShashankKhaitan @NotSoSnob @DharmaMovies @ZeeStudios_ @ZeeMusicCompany
— Karan Johar (@karanjohar) February 3, 2020