যোগীর রাজ্য উত্তরপ্রদেশে করমুক্ত করা হল তানহাজিঃ দ্যা আনসাং ওয়ারিয়র-কে। মুক্তির তিন দিনের মধ্যেই ৬১ কোটির গন্ডি পেরিয়েছিল অজয় দেবগণ-কাজল-সইফ আলি খান অভিনীত এই ছবি। মারাঠী যোদ্ধা তনহাজির জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন। অজয় দেবগণ, কাজল, সইফ আলি খানের পাশাপাশি প্রশংসিত হয়েছে শিবাজী মহারাজের চরিত্রে শরদ কেলকরের অভিনয়ও। অজয়ের ক্যারিয়ারের ১০০ তম বলিউড ফিল্ম এটি।এই ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রযোজনাও করেছেন অজয়। উত্তর প্রদেশ সরকারের ট্যুইটার হ্যান্ডেলে তানহাজি-কে করমুক্ত করার কথা ঘোষণা করা হয়। সরকারী মুখপাত্র জানান, “ছবিটি তনহাজির স্যাক্রিফাইস ও বীরত্বকে তুলে ধরেছে এবং পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে এই ছবি । তাই এই ছবিকে করমুক্ত করা হয়েছে।” তিনি এটাও বলেন যে, অজয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন ‘তনহাজি :…’-কে করমুক্ত করার জন্য। খবর পেয়েই যোগী আদিত্যনাথকে আন্তরিক ধন্যবাদ জানান অজয় দেবগণ। একই সঙ্গে অনুরোধ করেন এই ছবি অন্তত একবার দেখার জন্যে। চারদিন পেরিয়ে ইতিমধ্যেই তানহাজি-র বক্স অফিস কালেকশন ৭৫.৬৮ কোটি টাকা। অনুমান করা হচ্ছে সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ কোটির ক্লাবে ঢুকে যাবে তানহাজি। সারা দেশে মোট ৩৮৮০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি।
ताना जी का शौर्य हमारे गौरवशाली अतीत का सबूत है, अफ़सोस ये कि इतिहास लिखने वालों ने औरंगज़ेब जैसे आतताइयों को तो खूब महिमामंडित किया, पर वीर शिवाजी, बाज़ीराव और तानाजी जैसे असली नायकों को इतिहास में वह जगह नहीं मिली, जिसके वे हक़दार हैं #ThankYouYOGIJii https://t.co/gGTjbyzZXi pic.twitter.com/kLkppYATM6
— Shalabh Mani Tripathi (@shalabhmani) January 14, 2020
Thank you Shri Yogi Adityanathji for making #TanhajiTheUnsungWarrior Tax-Free in Uttar Pradesh. I would also be delighted Sir if you watched our film 🙏@myogiadityanath #TanhajiUnitesIndia
— Ajay Devgn (@ajaydevgn) January 14, 2020
#Tanhaji is unstoppable on Day 4… Collects in double digits, despite lower ticket rates at multiplexes on weekdays… Day 4 numbers are better than Day 1 at several centres… Fri 15.10 cr, Sat 20.57 cr, Sun 26.26 cr, Mon 13.75 cr. Total: ₹ 75.68 cr. #India biz. 👍👍👍
— taran adarsh (@taran_adarsh) January 14, 2020