রণবীরের জন্য থাই মেনু রান্না করলেন ‘মাস্টারশেফ দীপিকা’

কোয়ারেন্টাইনে থেকে যে নিজেদের বেশ ভালোরকম সময় দিচ্ছেন দীপিকা-রণবীর তা আরও একবার বুঝিয়ে দিলেন এই বলিউড কাপল। রণবীরের জন্য স্টাটার থেকে ডেজার্ট সবকিছুই বানালেন দীপিকা। খাবারের মেনুতে ছিল থাই স্যালাড, থাই গ্রিন কারি, ভেজিটেবল টম ইয়াম স্যুপ। সাথে ডেজ়ার্টের জন্য তৈরি ‘কেক উইথ আইসক্রিম’। এমন মেনু পেয়ে দীপিকাকে ‘মাস্টারশেফ দীপিকা’ তকমা রণবীর। গতকাল রণবীর তাঁর ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন তাঁদের হেঁশেলের কিছু মুহূর্ত । প্রথম ছবিতেই দেখা যায় রান্না করতে প্রস্তুত দীপ্পি। এক দিনের মধ্যে থাই কুজ়িনের একাধিক ডিশ দারুণ ভাবে রান্না করেছেন তিনি । অন্তন ইনস্টাফোটো দেখে তো তাই মনে হচ্ছে । স্বাদের কথা অবশ্য রণবীরই বলতে পারবেন! তবে রণবীর যে শুধু খেয়েছেন তাই নয়, ডেজার্ট  তৈরিতে দীপিকাকে হেল্পও করেছেন তিনি । কেকের সঙ্গে আইসক্রিম, মেল্টেড চকোলেট, কুকিজ় মিশিয়ে এক দারুণ ডিশ তৈরি করেন দু’জনে । আর সেই ডেজার্ট খেতে খেতে স্ত্রী-কে ফের একবার রণবীর বলেই দিলেন, “দীপু, তুমি আমার একমাত্র সত্যিকারের ভালোবাসা…”।

https://www.instagram.com/stories/ranveersingh/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *