রহস্যজনকভাবে মৃত্যু হল জনপ্রিয় হিন্দি টেলি অভিনেতা কুশল পঞ্জাবীর। শুক্রবার ভোররাতে টেলি অভিনেতা করণবীর বোহরা ট্যুইট করে জানালেন আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাঁর প্রিয় বন্ধু কুশল পঞ্জাবী। অভিনেতার বয়স হয়েছিল ৩৭ বছর। বেশ কিছু ধারাবাহিকের দৌলতে কুশল অতি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন টেলিদর্শকদের অন্দরমহলে। বহুদিন ধরেই অভিনয়ের পেশার সঙ্গে যুক্ত ছিলেন কুশল পাঞ্জাবি৷ ফিটনেস ফ্রেক বলেও পরিচিত ছিলেন ঘনিষ্ঠমহলে। বন্ধুদের ফিটনেস নিয়েও নানারকম টিপস দিতেন এই টেলিনায়ক৷ শখও ছিল এলাহি। নাচ, বাইকিং ছিল তাঁর প্যাশন৷ শুক্রবার ভোরে অভিনেতার মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন অভিনেতা। তবে ঠিক কী কারণে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ করলেন কুশল, সে বিষয়ে প্রথমে কিছু জানা যায়নি। তবে দিন বাড়ার সঙ্গে সামনে আসে সত্যিটা। কুশলের মতো একজন প্রতিভাবাণ অভিনেতার মৃত্যুতে শোকাহত বলিউড। শোকবার্তায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। ২০১৫ সালে ইউরোপিয়ান গার্লফ্রেন্ড আঁদ্রে ডোলহেনের সঙ্গে গোয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুশল। তাঁদের একটি তিন বছরের ছেলেও রয়েছে নাম কিয়ান। তবে বহুদিন ধরে ছেলে কিয়ানকে নিয়ে চিনের সাংহাইতেই থাকছিলেন কুশলের স্ত্রী। মাঝে মধ্যেই ছেলের সঙ্গে দেখা করতে সাংহাই যেতেন কুশল। তবে Long Distance Marriage, এবং বেশকিছুদিন ধরে কাজের জায়গাতেও সেভাবে সফল হতে না পারায় ভেঙে পড়েছিলেন কুশল। এছাড়াও সম্প্রতি স্ত্রীর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছিল, আঁদ্রে কুশলের থেকে বিবাহ-বিচ্ছেদ চাইছিলেন। কুশল বেশ কিছুদিন ধরে ক্লিনাকাল ডিপ্রেশনে ভুগছিলেন, চলছিল ডিপ্রেশনের চিকিত্সা এবং ওষুধ। কুশলের ঝুলন্ত দেহর পাশ থেকে যে দেড় পাতার সুইসাইড নোট পুলিশ উদ্ধার করেছে, তাতে তিনি তাঁর মৃত্যু জন্য কাউকেই দায়ী করেন নি বলেই জানাচ্ছে পুলিশ। ইংরেজিতে লেখা সুইসাইড নোটে কুশল তাঁর সম্পত্তির ৫০ শতাংশ ভাগ করে দিয়ে গেছেন মা-বাবা এবং বোনের মধ্যে। বাকি ৫০ শতাংশ দিয়ে গেছেন তাঁর তিন বছরের ছেলে কিয়ানকে। স্ত্রীর নামে অবশ্য কোনও সম্পত্তি রেখে যাননি তিনি। তাঁর মৃত্যুতে অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। আত্মহত্যা করার কয়েক ঘন্টা আগে তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টে ছেলের সঙ্গে ছবি শেয়ার করেছেন কুশল। কুশলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসছে তাঁর সহ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। কুশলের মৃত্যু নিয়ে অভিনেতা করণবীর বোহরা নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ”এমন ঘটনা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি মর্মাহত। হতে পারে তুমি এখন শান্তিতে রয়েছ। তবে এই ক্ষতি পূরণ করা যায় না।”করণবীর বোহরার এই টুইটার পোস্টে কমেন্ট করেছেন শ্বেতা তিওয়ারি, রবি দুবে সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। প্রসঙ্গত, ‘জোর সা ঝটকা’, ‘ঝলক দিখলা যা’ সহ আরও বেশকিছু রিয়েলিটি শোয়ে দেখা গিয়েছিল কুশলকে। ‘জোর কা ঝটকা’ রিয়ালিটি শোতে বিজয়ী হওয়ার পরেই আরও বেশি করে লাইমলাইটে আসেন কুশল। মেনস্ট্রিম ধারাবাহিক, রিয়ালিটি শোয়ের পাশাপাশি ফারহান আখতার পরিচালিত ‘লক্ষ্য’, করণ জোহর পরিচালিত ‘কাল’ এবং ‘ধান ধা না ধান গোল’-ছবিতেও অভিনয় করেছিলেন কুশল। কুশলকে শেষবার দেখা গিয়েছিলে ‘ইশক মে মরযাওয়া’ ধারাবাহিকে।