বাংলার বাইরে প্রায় সর্বত্রই অনুষ্ঠিত হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। সম্প্রতি হায়দরাবাদে মহাসমারোহে অনুষ্ঠিত হল বাংলা সিনেমার উৎসব। এবার পালা রাজধানী দিল্লির। শুরু হতে চলেছে ১২ তম বাংলা সিনে উৎসব। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর চলবে এই উৎসব। দিল্লির প্রবাসী বাঙালিরাই এই উৎসবের আয়োজন করেছেন। দিল্লির মুক্তোধারা অডিটোরিয়ামেই হবে এই উৎসব। বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত জানিয়েছেন, প্রতি বছর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য। সকল অভিনেতা-অভিনেত্রীরা যে আসতে রাজি হয়েছেন এতেই তাঁরা খুশি। ঋতুপর্ণা সেনগুপ্ত উৎসবের উদ্বোধন করবেন । এছাড়াও উপস্থিত থাকবেন চিরঞ্জিত চক্রবর্তী, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, ইন্দ্রাশিস আচার্য, আবির চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, রেশমি মিত্র, মোহর চট্টোপাধযায় সহ বাংলার আরও অনেক কলাকুশলীরা। এই উৎসবে দেখানো হবে ১১টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি। যার মধ্যে রয়েছে তারিখ, অব্যক্ত, আহা রে, বিজয়া, মুর্খাজ্জি দার বউ, মাটি, আমি জয় চ্যাটার্জি। এছাড়াও দেখানো হবে ৭টি শর্টফিল্ম।