রাজ চক্রবর্তী পরিচালিত পরপর তিনটে ছবির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। চিত্রনাট্যের প্রয়োজনেই বারবার শুভশ্রীকে বেছে নিচ্ছেন রাজ। আর শুভশ্রীও নিজেকে ভাঙছেন চরিত্রের প্রয়োজনে। ‘পরিণীতা’-র সাফল্যের পর এখন সবাই তাকিয়ে ‘ধর্মযুদ্ধ’-এর দিকে। ইদানীং বাস্তব প্রেক্ষাপটকেই ছবির বিষয় হিসেবে বেছে নিচ্ছেন রাজ। রোম্যান্টিক কমেডি বা পারিবারিক সংঘর্ষের গল্প ছেড়ে রাজ এবার সামাজিক ও মানসিক সমস্যা গুলোকে সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরছেন। তাঁর পরবর্তী ছবিতেও তেমনই একটি বিষয়েকে বেছে নিয়েছেন রাজ। তিনি জানান, “ছবিটার নাম ‘হাবজি গাবজি’। বাচ্চাদের মোবাইল অ্যাডিকশন নিয়ে গল্প। শুধু বাচ্চা নয়, সকলেরই। এখন মোবাইলটাই আমাদের সম্বল হয়ে গেছে। আর কারো প্রয়োজন নেই। বাবা-মা-সন্তান, কেউ না থাকলেও চলবে, শুধু প্রয়োজন একটা মোবাইলের। সেই অ্যাডিকশন থেকে কী কী হতে পারে এবং সেটা থেকে একটা অ্যাওয়্যারনেসের উপরেই ছবিটা।” আগামী বছর মার্চ মাসে মুক্তি পাবে রাজের ‘ধর্মযুদ্ধ’। ইতিমধ্যেই তার টিজারও মুক্তি পেয়ে গিয়েছে। তবে তারই মধ্যে পরিচালক নেমে পড়েছেন তাঁর পরবর্তী ছবির কাজে। এই ছবিতেও শুভশ্রীকে দেখা যাবে।রাজ জানালেন, “ছবির প্রধান চরিত্রে অভিনয় করছে পরমব্রত এবং শুভশ্রী। এই ছবির চিত্রনাট্যর সঙ্গে ওঁরা খুব মানানসই, তাই ওঁদেরকে নিয়েছি।”