ক্যামেরার সামনে রিলে নয় রিয়েলে ঠোঁটে ঠোঁটে চুমু খাওয়ায় ব্যস্ত সোনম কাপুর ৷ স্বামীকে স্পেশাল ‘কিস’ করেই নতুন দশককে বরণ করে নিলেন সোনম৷পুরোনো দশক শেষ করে শুরু হচ্ছে নতুন একটা গোটা দশক। আর সেই আনন্দে প্রত্যেকেই নিজেদের পরিবার, বন্ধুবান্ধব সকলকে নিয়ে মেতে উঠেছে। প্রত্যেকেই এই বিশেষ মুহুর্তটিকে সেলিব্রিট করেছেন নিজেদের কায়দায় ৷ নিজেদের বিশেষ মানুষকে নিয়ে এই বিশেষ মুহূর্তগুলিকে ফ্রেম বন্দিও করছেন সকলে। সেই তালিকায় উঠে এলেন ৩৪ বছরের বলিউডের ফ্যাশন ডিভা সোনম কাপুর। স্বামী আনন্মদ আহুজার সঙ্গে এই দিনটিতে বিশেষভাবে সেলিব্রেশনে মাতলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোনম। সেখানে দেখা গিয়েছে হাবি আনন্দকে চুম্বন করছেন তিনি। এই ভিডিওটির সঙ্গে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তাও দিয়েছেন সোনম। সেই লেখার প্রতি ছত্রে উঠে এসেছে পরিবার ও হাবির প্রতি তাঁর আনুগত্য ও ভালোবাসার কথা। তিনি লিখেছেন, গত দশকটি দুর্দান্ত ছিল এমন কিছু ছবিতে আমি অভিনয় করেছি যেগুলি দারুণ ৷ কিছু দারুণ মানুষ পুরো জীবনের জন্য আমার বন্ধু হয়েছেন ৷ রেহা কাপুরের সঙ্গে আমি তিনটি ছবি করেছি৷ আর এটা বুঝতে পারি দুই বোন একসঙ্গে কাঁচের দেওয়াল ভাঙতে পারে আরও সব কিছু করতে পারে৷ আমি আমার আত্মার আত্মীয়ের দেখা পেয়েছি, যে আনন্দ আহুজা ৷ আমরা বিয়ে করে একটা ঘর বানাচ্ছি ৷ এই দশকে আমি অনেক পথ দেখেছি তবে এটাই বুঝতে পেরেছি মনের সঠিক ইচ্ছা নিয়ে যে পথ বাছাই করা হয় সেটাই সঠিক হয় ৷ আমার বন্ধু ও পরিবার সকলকে ধন্যবাদ ৷ ধন্যবাদ ফিল্ম ও ফ্যাশন ৷ আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমার প্রেম৷