চেন্নাইয়ে রূপান্তরকামীদের জন্য আস্ত একটি বাড়ি বানাবেন অক্ষয়। এবং তা যথেষ্ট বিলাসবহুল। যেখানে রূপান্তরকামীরা তাঁদের জীবন কাটাতে পারবেন শান্তিতে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই দেড় কোটি টাকা অনুদান দিয়েও দিয়েছেন এই বলিউড সুপারস্টার। অক্ষয়ের পরবর্তী ছবি ‘ লক্ষী বোম্ব ‘ এর পরিচালক রাঘব লরেন্সের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। বহুবছর ধরেই এই সংস্থা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে। বেশ কিছুদিন আগে রাঘব অক্ষয়কে তাঁর এই সংস্থার সম্পর্কে বলেন .সঙ্গে জানান তাঁর খুব ইচ্ছে রূপান্তরকামীদের জন্য একটি বাড়ি তৈরি করার। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অক্ষয়। নিজে থেকেই প্রস্তাব দেন তিনি এই প্রকল্পে দেড় কোটি টাকা দেবেন। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সাহায্য করবেন। যেমন কথা তেমন কাজ। গোটা ঘটনাটির কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রাঘব স্বয়ং। সঙ্গে পোস্ট করেছেন একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু রূপান্তরকামী মানুষদের পাশে দাঁড়িয়ে রয়েছেন পরিচালক ও অভিনেতা। পোস্ট শেষে পরিচালক জানান, এইমুহূর্তে তাঁর কাছে অক্ষয়কুমার ঈশ্বরেরই আরেক রূপ। বাড়ির ভূমি পুজো কবে হবে সেবিষয়েও তিনি জানাবেন বলেন। প্রসঙ্গত, রাঘব লরেন্সের পরিচালিত ‘ অক্ষয় বোম্ব ‘ ছবিতে একজন রূপান্তরকামীর চরিত্রে দেখা যাবে অক্ষয়কুমারকে।