করোনার জেরে সারা দেশজুড়ে চলছে লকডাউন। টানা ২১দিনের এই লকডাউনে ঘরবন্দি হয়ে রয়েছেন সকলেই। এই সময়টাকে অনেকেই কাজে লাগাচ্ছেন। চূড়ান্ত ব্যস্ততার ফাঁকে অনেকটা সময় হাতে পাওয়া গিয়েছে। এই ফাঁকেই পিয়ানো শিখছেন হৃত্বিক রোশন। সম্প্রতি ইন্সটাগ্রামে পিয়ানো শেখার ভিডিয়ো পোস্ট করেছেন হৃত্বিক।লকাউনকে নিজের মতো করে গুছিয়ে নিতে উঠে পড়ে লেগেছেন ব্যাং ব্যাং স্টার। পিয়ানো শিখচ্ছেন তিনি। তবে ডান হাতের বুড়ো আঙুল দুটি থাকার কারণে কিছুটা অসুবিধা হলেও পিয়ানো বাজানোর ইচ্ছে দমিয়ে রাখেননি তিনি।