করোনার কারণে দেশে চলছে লকডাউন পরিস্থিতি। এই সময়ে ঘরবন্দী হয়ে রয়েছেন সকলেই। কোরোনা আতঙ্কের জেরে এখন আর বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই। কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা। এমনকী, পার্লার বা জিমেও যেতে পারছেন না তাঁরা। তবে এই পরিস্থিতির মধ্যেও ট্রাভেল করার চিন্তাভাবনা করছেন দীপিকা পাডুকোন। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে একথা জানান তিনি। আসলে বাড়ির মধ্যেই ম্যাপ দেখে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেদের বাড়ির প্ল্যানের ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে লেখেন, “ম্যাপটা দেখছি ভাবছি উইকেন্ডে কোথায় ঘুরতে যাওয়া যায়…” বাড়িতে বসে একঘেয়েমি কাটানোর জন্য অন্যভাবেই বিষয়টিকে দেখছেন দীপিকা। ঘুরতে গেলে সবাই যেমন ম্যাপ দেখেন ঠিক তেমনই বাড়ির ম্যাপ দেখে ঘোরার পরিকল্পনা করছেন তিনি। প্রায় প্রতিদিনই ইনস্টাগ্রামে কোনও না কোনও ছবি শেয়ার করে চলেছেন দীপিকা। ফ্যানদের প্রতিদিনের আপডেট দিচ্ছেন তিনি। কখনও জামা কাপড় কেচে, কখনও ত্বকের পরিচর্যা করে। আবার কখনও মিষ্টি বানিয়ে সময় কাটাচ্ছেন তিনি। সবই ফ্যানদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। আর এবার শেয়ার করে নিলেন তাঁর উইকেন্ড ট্রাভেলের পরিকল্পনাও।