শেষ হল দেব-সৃজিত মুখার্জি র প্রথম ফিল্ম শিডিউল – টেক্কা

এর আগেও দেব এবং সৃজিত মুখার্জির সিনেমা বহুবার বক্স অফিসে বাজিমাত করেছে। গতবছর দুর্গাপুজোয় দেবের ‘বাঘাযতীন’ থেকে শুরু করে শ্রীজিতের ‘দশম অবতার’ বক্স অফিসে সংঘর্ষ ফেলে দিয়েছিল।

এবারে দেব এবং শ্রীজিৎ মুখার্জি একসঙ্গে জুটি বেঁধেছে, যার কিছু মুহূর্ত দেব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

https://www.instagram.com/p/C274_XbSGOO/?igsh=MXBmM3N0MHcxaGUxaw

শ্রীজিৎ তার বহুল প্রত্যাশিত ছবির শুটিংয়ের প্রথম সময়সূচী শেষ করেছেন – “টেক্কা”।

যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখার্জি।

সংগৃহীত – Instagram